Header Ads

বিকাল বেলার পাখি: ছবিয়াল রি-ইউনিয়ন সিরিজ এর এবার ঈদের নাটক

BikalBelarPakhiBanglaTelefilmReview

"বিকাল বেলার পাখি"
ছবিয়াল রি-ইউনিয়ন সিরিজ এর এবার ঈদের নাটক।
এক বন্ধু বলেছিল যে ৪০ মিনিটেও মাস্টারপিস বানানো সম্ভব। সেটা "বিকাল বেলার পাখি" দেখলেই বুঝা যায়।
কথাটা কতটা সত্যি সেটা দেখলেই বুঝতে পারবেন।
মধ্যবিত্ত পরিবারে অসীম যুদ্ধে অবতীর্ণ পরিবারের প্রতিটা মেম্বার।
প্রতিটা মুহূর্তে নিজের বাস্তবতা কল্পনা করেছি।
সব দুঃখ কষ্ট গুলো সহ্য করে পাথর হয়ে গেছি।
খাবার মেনু নিয়ে কোন অপত্তি করিনা।
ঈদ মানে এখন আর নতুন জামা নয়।
মাঝে মাঝে বাবা মায়ের সাথে নিজের অজান্তেই খারাপ ব্যবহার করেছি। যা মনে পড়লে এত বেশী পাপ বোধ হয় যা অন্য কোন কিছুতে নয়।
অনেক কিছু দেখেছি জীবনে।
আজ এই নাটক টা দেখার পর নিজের বিগত ১২-১৪ বছর চোখে ভেসে উঠল। আর জল হয়ে গড়িয়ে পড়ল।
বাবা-মা তোমাদের অনেক ভালবাসি।
হয়ত বলতে পারব না এভাবে কোনদিন।
কেননা আমাদের মধ্যবিত্ত পরিবারে সাধারণ এভাবে বলার আবহ টা তৈরী হয়না।
ভালবাসি তোমাদের অনেক অনেক বেশী।
ও হ্যাঁ, যারা এখনো দেখেন নি তাদের দেখার আমন্ত্রণ রইল।
বর্ণ হীন

No comments

copyright b33 © 2016. Powered by Blogger.