Header Ads

Mom (2017) Bollywood Movie Review in Bangla

Mom (2017) Bollywood Movie Review in Bangla

Mom (2017)

Director:

 

Writer:

 

২০১৭ তে বলিউডের কোনো মুভিই মনমত ছিল না আজকে পর্যন্ত..আজকে একটা দেখে আমি সেটিসফাইড..সেটা নিয়েই আজ লিখছি.. 

MOM (2017)

কাহিনী সংক্ষেপ:- "দেবকি" একজন স্কুল টিচার এবং দুই বাচ্চার মা..অনেক সুখী একটা পরিবার তাদের..কিন্তু এতো সিম্পলও না তাদের পরিবার..বড় মেয়ে আরিয়া আসলে তার নিজের মেয়ে না..সৎ মেয়ে..কিন্তু দেবকি কখনো তাকে সৎ মেয়ে ভাবেই না..অপরদিকে আরিয়া দেবকি কে মা হিসেবে মেনে নিতে পারে না..এজন্য আরিয়া কখনো দেবকি কে মা বলে ডাকে না..মূলঘটনা শুরু হয় একটা পার্টি থেকে যেখানে আরিয়া যায় তার ফ্রেন্ডদের সাথে এনজয় করতে..আর সেখান থেকেই তার ক্লাসের একজন আর আরো তিনজন মিলে আরিয়াকে ধরে নিয়ে যায় এবং রেপ করে..আর ফেলে দেয় ড্রেনের মধ্যে..ওইদিকে মা দেবকি মেয়েকে খুঁজতে থাকে পাগলের মত..পেয়েও যায়..হাসপাতালে নেয়া হয় তাকে..অনেক করুণ অবস্থা ছিল তার..আরিয়া জবানবন্দি দেয় পুলিশের কাছে..এবং পুলিশ দোষীদের গ্রেফতারও করে..কিন্তু দোষীরা শাস্তি পায় না..কোর্টে নির্দোষ প্রমাণ করা হয় তাদের..দেবকি ভাবে এটা কোনো ভাবেই মেনে নেয়ার মত না..তাই সে নিজেই শাস্তি দেবার কথা চিন্তা করে..তার মেয়েকে যারা এ অবস্থা করেছে তাদের ওপর প্রতিশোধ নেয়া শুরু হয় দেবকির..হ্যা,,এটি একটি রেভেঞ্জ মুভি বলতে পারেন...এক পারসোনাল ডিটেক্টটিভের সাহায্যে দেবকির প্রতিশোধ নেয়ার কাহিনী শুরু হয়..শেষ পর্যন্ত কি হল তা দেখতে অবশ্যই মুভিটি দেখতে হবে..

শ্রীদেবী এতোবছর পর মুভি জগতে ফিরে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন..ENGLISH VINGLISH মুভিতে সবাই তার অভিনয় দেখে মুগ্ধ..এখানে তার উল্টো টা হয় নি..তার অভিনয় ছিল এ ওয়ান টাইপ..সাথে ছিল নওয়াজউদ্দিন সিদ্দিকী..এনাকে নিয়ে আলাদা করে কি কিছু বলা লাগে?? সবাই জানি সে যেই চরিত্রেই অভিনয় করুক না কেন সেটা হয় ফাটাফাটি..সাথে আরো ছিল অক্ষয় খান্না,,,তিনিও খুব ভাল পার্ফোরমেন্স দিয়েছেন..মুভিতে ইমোশোন আছে,,ড্রামা আছে,,,সাসপেন্স আছে,,থ্রিল আছে..সবমিলিয়ে এ ওয়ান মুভি..বোর হবার কথা নাহ..

আজকের লেখা শেষ করতে চাই মুভির ট্যাগলাইন টা দিয়ে,,,"God could not be everywhere,,,so he created MOM.." 

1 comment:

copyright b33 © 2016. Powered by Blogger.