প্রিয় অভিনেতা: টম হ্যাঙ্কস
টিভি পর্দায় যারা আমাদের প্রতিনিয়ত মনের খোরাক জুগিয়ে যাচ্ছেন, যাদের মুভি দেখার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করি,এবং দেখা শেষে তৃপ্তির নিঃশ্বাস ফেলি,তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমাদের আগ্রহ তৈরী হয়।তেমনি একজন প্রিয় অভিনেতা সম্পর্কে আজ জানবো,
****
জন্মঃ ৯ জুলাই ১৯৫৬
রাশিঃ কর্কট
পিতাঃ অ্যামস মেফোর্ড হ্যাঙ্কস
মাতাঃ জ্যানেট ম্যারিলিন
বর্তামন জীবনসঙ্গিনীঃ রিটা উইলসন
পেশাঃ অভিনেতা,পরিচালক,প্রযোজক
উল্লেখ্যযোগ্য ছবিসমূহঃ
১. সেভিং প্রাইভেট রায়ান (১৯৯৮)
২.দ্যা গ্রিন মাইল (১৯৯৯)৩.ফরেস্ট গাম্প(১৯৯৪)
৪.কাস্ট এওয়ে(২০০০)
৫.বিগ(১৯৮৮)
৬.দ্যাট গ্রেট থিং ইউ ডু(১৯৯৬)
৭.স্লিপলেস ইন সিয়াটল(১৯৯৩)
৮.ফিলাডেলফিয়া(১৯৯৩)
৯.ক্যাপটেন ফিলিপস(২০১৩)
১০.অ্যাপোলো ১৩ (১৯৯৫)
১১.দ্যাট থিং ইউ ডু (১৯৯৬)
১২.এঞ্জেল এন্ড ডেমনস (২০০৯)
১৩.ইউ হ্যাভ গট মেইল (১৯৯৮)
২.দ্যা গ্রিন মাইল (১৯৯৯)৩.ফরেস্ট গাম্প(১৯৯৪)
৪.কাস্ট এওয়ে(২০০০)
৫.বিগ(১৯৮৮)
৬.দ্যাট গ্রেট থিং ইউ ডু(১৯৯৬)
৭.স্লিপলেস ইন সিয়াটল(১৯৯৩)
৮.ফিলাডেলফিয়া(১৯৯৩)
৯.ক্যাপটেন ফিলিপস(২০১৩)
১০.অ্যাপোলো ১৩ (১৯৯৫)
১১.দ্যাট থিং ইউ ডু (১৯৯৬)
১২.এঞ্জেল এন্ড ডেমনস (২০০৯)
১৩.ইউ হ্যাভ গট মেইল (১৯৯৮)
*এছাড়াও হ্যাঙ্কসের বিখ্যাত অ্যানিমেশন সিরিজ "টয় স্টোরি"।
*******অন্যান্য তথ্যাবলী*****
##স্পেন্সার ট্রেসির পর তিনিই ২য় ব্যক্তি যিনি "ফিলাডেলফিয়া" এবং "ফরেস্ট গাম্প" ছবি দুটির জন্য পরপর দুবার অস্কারের গৌরব অর্জন করেন।
##১৯৯৮ সালের "সেভিং প্রাইভেট রায়ান" ছবিতে অসাধারন অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস ১৯৯৯ সালে ইউএস নেভির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড" পদকে ভূষিত হোন।
## এই পর্যন্ত ৮ জন নির্মাতা অস্কার জিতেছেন যাদের সিনেমার মূল চরিত্রে ছিলেন টম। অনেক নির্মাতাই সেজন্য তাকে মনে করেন "সৌভাগ্যে মন্ত্র" 😃
##সেরাদের সফলতার আড়ালে কিছু ব্যার্থতা থাকবেনা তা কি হয়? টমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
"দ্যা পোলার এক্সপ্রেস," দ্যা লেডিকিলার", "দ্যা টার্মিনাল" এ তিনটি সিনেমার জন্য তাকে বাজে অভিনেতা ক্যাটাগরিতে মনোয়োন দেবার কথা ছিল।
"দ্যা পোলার এক্সপ্রেস," দ্যা লেডিকিলার", "দ্যা টার্মিনাল" এ তিনটি সিনেমার জন্য তাকে বাজে অভিনেতা ক্যাটাগরিতে মনোয়োন দেবার কথা ছিল।
"দ্য দ ভিঞ্চি কোড" সিনেমায় বাজে অভিনয়ের জন্য প্রায় পেয়েই যাচ্ছিলেন বাজে সিনেমা ও পারফর্মেন্সের "র্যাজি অ্যওর্য়াড"।
##পুরোনো টাইপ রাইটারের এক অদ্ভুত সখ রয়েছে হ্যাঙ্কসের। পুরো বিশ্বা ঘুরে ৮০ টির ও বেশি টাইপরাইটার সংগ্রহ করেছেন।
##"ফরেস্ট গাম্প" সিনেমায় টম হ্যাঙ্কসের কন্যা এলিজাবেথ হ্যাঙ্কস অভিনয় করেছিলেন। কিশোর টম হ্যাঙ্কস স্কুল বাসে উঠে প্রথম একটি মেয়ের পাশে বসতে চাইলে তাকে পেছনে ঠেলে দেয় যে মেয়েটি সেই এলিজাবেথ 😃
জীবদ্দশায় কিংবদন্তী খেতাব পাওয়া এই জনপ্রিয় অভিনেতা আর কার কার প্রিয় অভিনেতা? আপনার কাছে তার অভিনীত সেরা মুভি কোনটি?
No comments