Header Ads

The Pursuit of Happyness ও বিকেল বেলার পাখি

The Pursuit of Happyness ও বিকেল বেলার পাখি
Bikal Belar Pakhi (Chabial Reunion 2017)
Director: Adnan Al Rajeev
Cast: Fazlur Rahman Babu,
Elora Gohar, Allen Shubhro, Iffat Trisha, Safa Nomoni

Year: 2017
The Pursuit of Happyness ও বিকেল বেলার পাখি
The Pursuit of Happyness (2006)

Director:

 

Writer:

  (as Steven Conrad)


আমার পড়ার টেবিলের সামনের দেয়ালে একটা পৃথিবীর মানচিত্র লাগানো আছে। এই মানচিত্রে সবুজ ও কমলা রঙ দিয়ে মার্ক করা দুটো দেশ আছে। সবুজ রঙ দিয়ে মার্ক করা যে দেশ সেখানে একজন বাবা আছেন। নাম "আনিস" আর কমলা রঙ দিয়ে মার্ক করা যে দেশ সেখানেও একজন বাবা আছেন। তার নাম "ক্রিস গার্ডনার"। এই দুই বাবার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে নীল জলরাশির প্রশান্ত মহাসাগর। পথের দূরত্ব হাজার হাজার মাইল হলেও তাদের মধ্যে আশ্চর্য এক মিল আছে। দুজনেই পরিবারের সুখের জন্য, নিজের সন্তানের সুখের জন্য ছুটে চলেছেন পায়ে হেটে, কষ্ট করছেন প্রশান্ত মহাসাগরের মতই বিশাল আকারে। সাগরের নীল জলের মতই স্বচ্ছ তাদের পরিবারের প্রতি ভালোবাসা এবং সাগরের তীল তিমির মতই বড় দায়িত্ব বাসা বেধে আছে তাদের ঘাড়ে। এজন্য হয়ত হুমায়ুন আহমেদ বলেছিলেন "পৃথিবীতে খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নেই"। বাবা, হোক সে দালাল কিংবা চোর তবুও তিনি একজন বাবা। দিন শেষে যাকিছুই তিনি করেন নিজের জন্য করেন না, করেন নিজের সন্তানের ভালো জন্য। তাদের মুখে হাসি ফোটানোর জন্য। সকল দুঃখ কষ্ট থেকের তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে। কোনো বাবাই চায় না নিজের সন্তানের সামনে পরাজিত মুখ নিয়ে হাজির হতে। চান একজন ভালো, বিপদে বন্ধু, পথের আলো হয়ে থাকতে যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়, সন্তান যেনো অন্ধকারে পথ না হারিয়ে ফেলে। কিন্তু দিন শেষে তবুও কোনো বাবা ঘরে ফিরে পরাজিত মুখ নিয়ে আবার কোনো বাবা ফিরে এক বুক Happyness নিয়ে। - "বিকেল বেলার পাখি" নাটক এবং "The Pursuit of Happyness" সিনেমা দুটো পরপর দেখা হয়েছিলো। দুজন বাবাকে নিয়ে তাই একসাথে লেখার লোভটা সামলাতে পারি নি। যদিও মূলত The Pursuit of Happyness মুভির জন্যই এই লেখা। উইল স্মিথের অভিনয় দেখে শুধু কেঁদে ঘরে বন্যা বাঁধানোটাই বাকি ছিলো। 😁 আমরা কোনো দুঃখে কিংবা সুখে কাঁদি হাউমাউ করে আর তারা কাদে নিরবে অথচ চোখের জলে যে অনুভূতি তা আলাদা করার মত নয়। আর ক্রিস্টোফার চরিত্রে অভিনয় করা জ্যাডেন স্মিথ এর অভিনয় দেখে মনের মধ্যে শুধু একটাই গান বাজছিলো, মমতাজ আপার "পোলা তো নয় যেন, আগুনেরই গোলা রে"। 😂 কথায় আছে "বাস্তব ঘটনা কখনো কল্পনাকেও হার মানায়।" এই সিনেমাটি যেনো তারাই এক উদাহরণ ছিলো। বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সিনেমা গুলো বরাবরি মনে গেথে যায়। - প্রথমের ভুমিকাটা একটু বেশি আবেগ প্রবণ হয়ে গেছে মনে হয়। আবেগে একটু বেশি লিখে ফেলছি। 😷 আসলে কোনো বাবার কষ্ট দেখলে অজান্তেই ঠোট দুটো একে অপরের উপর চেপে বসে, চোখ ছলছল করে। একজন সন্তান হিসেবে বাবাদের সুপারহিরো মনে হয় আমার। ইচ্ছে করে ক্রিস্টোফারের মত ছোট হয়ে যাই তারপর ইচ্ছেমত বাবার হাত ধরে ঘুড়ে বেড়াই কিংবা কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। জানি সেটা সম্ভব নয় আর কোনোদিন। তাইতো শেষ ভরষা "বিকেল বেলার পাখি" নাটক কিংবা "The Pursuit of Happyness" এর মত সিনেমা গুলোর। যা এক নিমিষে হারিয়ে নিয়ে যায় এক অজ্ঞাত অনুভূতির জগতে। শেষ করবো জেমস এর "বাবা" গানের কয়েকটা লাইন দিয়ে------ - - "এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙ্গে পড়ল"

No comments

copyright b33 © 2016. Powered by Blogger.