Benedict Cumberbatch : আসুন জেনে নেয়া যাক তার সম্বন্ধে অজানা কিছু কথা
Benedict Cumberbatch হলিউডে বর্তমান কিংবদন্তি, আসুন জেনে নেয়া যাক তার সম্বন্ধে অজানা কিছু কথা-
১- মাত্র ১ সপ্তাহ লেগেছে তার ভায়োলিন পুরোপুরি রপ্ত করতে।
২- এক ইন্টারভিউ তে তিনি বলেছিলেন তার কাছে তাকে আইস এইজ এর "সিড দা স্লথ" এর মতো লাগে।
৩- তিনি একটি কথায় বিশ্বাসী তা হলো "নাথিং ইজ ইম্পসিবল"
৪- তার ফেভারিট মুভি "ঘোস্টবাস্টার"
৫- স্টার ট্রেক মুভিতে সাইন করার ১ সপ্তাহ পর জানতে পারেন মুভিতে তার কাস্টিং রোল কি ।
৬- তার পছন্দের স্পোর্টস "স্কাই ডাইভিং, স্কিইং, হট এয়ার বেলুনিং, মোটরসাইক্লিং ( হাই স্পিড ), স্কুবা ডাইভিং।
৭- ক্লাসিক্যাল এক্টিং অন প্রফেশনাল থিয়েটার এর উপর তার মাস্টার্স।
৮- ২০০৫ সালে তিনি কারজ্যাকিং এর সম্মুখিন হয়েছিলেন এবং কারজ্যাকার দের থিকে মুক্তি পেয়েছিলেন তাদের সাথে কথা বলে।
৯- ইমিটিশন গেইম মুভি তার করার কথা ছিল না, লিও ক্যাপ্রিও রাজি না হওয়াতে সে মুভিটিতে অভিনয়ের সুযোগ পায়।
১০- তিব্বতে তিনি এক বছর ছিল সেখানে তিনি মংকদের ইংলিশ শিখাতো।
১১- "দি ফিফথ স্টেট" মুভি ফিল্মিং এর ঠিক একদিন আগে জুলিয়ান আসাঞ্জ তাকে মেইল করে মুভিটি না করার জন্য।
১২- তিনি একদিন একটি প্লেকার্ড নিয়ে বাসার থিকে বের হয় তাতে লিখা ছিল " Go photograph Egypt and show the world something important "।
১৩- তার ৪ জন গডসন রয়েছে।
১৪- শার্লকের মিসেস হাডসন তার মা এর বাল্যকাল এর বান্ধবী, উনি বেনেডিক্ট কে ছোটবেলা থিকেই চিনেন।
১৫- হেটেরক্রোমিয়া কন্ডিশনে উনি আছেন, তার মানে তার চোখের কালার বিভিন্ন, তার ক্ষেত্রে সোনালী , নীল এবং সবুজ।
১৬- শার্লকের জন্য মনোনিত হবার পর তিনি আর্থার কোনান ডয়েল এর সব অরিজিনাল লিখা পড়ে ফেলেন।
১৭- ১৪ ফেব্রুয়ারি ২০১৫ সালে তিনি তার সতেরো বছরের পরিচিত বান্ধবী ওপেরা ডাইরেক্টর সোফি হান্টারকে বিয়ে করেন।
১৮- তার দুই ছেলে রয়েছে।
১৯- গুণি এই অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ১৯ শে জুলাই।
......
হায় হায় এত কিছু লিখলাম । আজকেই দেখি ১৯ শে জুলাই।
শুভ জন্মদিন কিউকাম্বার ওরফে শার্লক হোমস ওরফে বেনেডিক্ট কাম্বারব্যাচ।
No comments