Header Ads

রিয়াজুল রিজু এর "বাপজানের বায়স্কোপ"

bapjaner bio-scope বাপজানের বায়স্কোপ

বাপজানের বায়স্কোপ (১৮ ডিসেম্বর, ২০১৫)
পরিচালকঃ রিয়াজুল রিজু
প্রযোজকঃ রিয়াজুল রিজু
রচয়িতাঃ মাসুম রেজা
চিত্রনাট্যকারঃ রিয়াজুল রিজু
গল্পকারঃ মাসুম রেজা
অভিনেতাঃ শহীদুজ্জামান সেলিম,শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়
সুরকারঃ আমিরুল ইসলাম,অয়ন চৌধুরী, এস আই টুটুল
সম্পাদকঃ মেহেদী রনি
মুক্তিঃ ১৮ ডিসেম্বর, ২০১৫
দৈর্ঘ্যঃ ১২৭ মিনিট
দেশঃ বাংলাদেশ
ভাষাঃ বাংলা
--
"রিয়াজুল রেজা" বলতে গেলে নতুন পরিচালক তবে দারুণ এক ঝলক নিয়ে সকলের সামনে হাজির হলেন। তার পরিচালিত "বাপজানের বায়স্কোপ" ১৮ ডিসেম্বর, ২০১৫ সালে বাংলাদেশে মুক্তি পায়। এখানে দেখতে পাবেন সেলিম সাহেব এবং ওয়াদুদ সাহেবের স্বচ্ছ অভিনয়। কারো কাছে থেকে কোনো অযাচিত অভিনয় পাবেন না।আর ফিল্মের গান গুলো মন ছুয়ে যাবে  বিশেষ করে "প্রেমের বাজারে" গানটি বেশি ভালো লাগবে। ঠিক এই রকম অজস্র কারণে ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরস্কার লাভ করে।চলচ্চিত্রটির গল্প লিখেছেন "মাসুম রেজা" মূল দুটি চরিত্রে আছেন "শহিদুজ্জামান সেলিম এবং শতাব্দী ওয়াদুদ" এছাড়াও যারা রয়েছেন তার টুকটাক বিবরণঃ
-
~শহীদুজ্জামান সেলিম (জীবন সরকার, জমিদার)
~শতাব্দী ওয়াদুদ (হাসেন মোল্লা, কৃষক ও বায়স্কোপওয়ালা)
~সানজিদা তন্ময় (পানাই, জীবন সরকারের স্ত্রী)
~মাসুদ মহিউদ্দিন (সোহরাব, জীবন সরকারের পাহারাদার)
~হাফসা মৌটুসী (পঞ্চ, হাসেন মোল্লার স্ত্রী)
~আহমেদ হিমু (ইনসান, মাদ্রাসা পড়ুয়া ছাত্র)
-
সারসংক্ষেপঃ
যমুনা পাড়ের চর “চর ভাগিনা” মূলত এটাই গল্পের মূল স্থান।চরের মালিক "জীবন সরকার"। এই চরেরই বর্গা চাষী "হাসেন মোল্লা" মূলত এদের দুইজনই গল্পের প্রাণ ভোমরা।
হাসেন মোল্লার পিতা চরে চরে বায়োস্কোপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাবা মারা যাওয়ার পরে সেই ছোট বেলার স্মৃতি গুলোই হাসেনের মনে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় বাবাকে দেখেন আর শোনেন বাবার আকুল আকুতি "বাপধন ফুসকি খেলাটা তুই আবার শুরু করস না" তখন হাসেনের একটাই ভাষ্য থাকতো বাপজান বায়স্কোপ খেলার তো এখন চল নেই তখন বাপজানের সেই মনমরা মুখ এক সময় হাসেনকে সিধান্ত বদলাতে বাধ্য করে। হঠাৎ তার সিধান্ত এমন হলো সপ্তাহে ১দিন হলেও ফুসকি খেলা সে দেখাবে। যখন দেখানো শুরু করলো ঠিক তখন চরের জমিদার জীবন সরকারের পিত্ত জ্বলে যায় তার দাবী চরে বায়স্কোপ চলবে না আর গল্পের বিভিন্ন ঢেউ এখান থেকেই শুরু।১২৭ মিনিট আপনাকে বিভিন্ন পাড়ে আছড়ে ফেলবে। তো দেরি না করে বসে পড়ুন "বাপজানের বায়স্কোপ" দেখতে 💜
রেটিংঃ ৮.৫/১০

No comments

copyright b33 © 2016. Powered by Blogger.