Header Ads

Psycho (1960) Movie Bangla Review


Psycho (1960)

Director:

 

Writers:

  (screenplay),  (novel)

Stars:


ছোট বেলায় এই সাইকো শব্দটাকে পিসকো বলতাম ফিল্মটি দেখে আগের কথা মনে পরে গেলো 😜 যাই হোক "সাইকো" "রবার্ট ব্লোচ" এর একটি থ্রিলার ধর্মী বই যদিও আমি বইটি পড়ি নাই তবে আজ ফিল্মটা দেখলাম ভালোই তবে এটাকে হরর ফ্লিম কেনো মানুষ বলে বুঝে আসে না থ্রিলার বলাই যায় এটাকে। দারুণ দারুণ কিছু রহস্যভেদ করতে হবে যদি ফিল্মটা দেখেন। "আলফ্রেড হিচককের" নির্দেশনায় ১৯৬০ সালে নির্মিত হয় "সাইকো" ফিল্মটিরহস্যময় কিছু রোমাঞ্চকর মূহুর্ত পাবেন ফিল্মটিতে। ফিল্মটির নির্মাণাধীন ব্যয় ছিলো $৮০৬,৯৪৭ যার স্থূল আয় ছিলো $৩২,০০০,০০০

সারসংক্ষেপঃ

ফিনিক্স শহরের এক ব্যাংকের ১০বছরের পুরাতন কর্মচারী "ম্যারিয়ন"। হঠাৎ করেই তার লোভ জেগে যায়, মালিকের ৪০হাজার ডলার নিয়ে পালিয়ে যান ফিনিক্স শহর ছেড়ে। পালিয়ে যাওয়ার সময় রাতে আশ্রয় নেয় "বেটস" নামক বন্ধ হয়ে যাওয়া এক মোটেলে সেটির পরিচালনা করেন "নরমান বেটস" নামক এক যুবক। ম্যারিয়ন কে এক ঝলকেই ভালো লেগে যায় নরমানের, আর এটিই কাল হয়ে দাঁড়ায় ম্যারিয়নের জন্য খুন হয় নরমানের মায়ের হাতে যথারীতি লাশ গুম করে ফেলে নরমান এদিকে ব্যাংক মালিক ম্যারিয়ন কে খুঁজতে ভাড়া করে "আর্বোগেষ্ট" নামক এক গোয়েন্দাকে যিনি "বেটস" মোটেলে ম্যারিয়নকে খুঁজতে গিয়ে নিজেও হত্যার শিকার হোন। আসলে খুন কে করছে! আরো বিভিন্ন টুইষ্টের জালে ফাঁসতে দেখে নিতে পারেন ১৯৬১ সালে অস্কার নমিনেশন পাওয়া "সাইকো" থ্রিলার ধর্মী ফিল্মটি।

পার্সোনাল রেটিংঃ ৭.৫/১০

1 comment:

  1. Videoslots: YouTube videos, youtube.com / YouTube - CURIOUS
    Videoslots is one of the latest slots with a high RTP. This is a unique casino slot that offers a lot youtube playlist to mp3 of fun, the possibility to win and be

    ReplyDelete

copyright b33 © 2016. Powered by Blogger.